পেটের রোগে কার্যকরী টোটকা /An useful Totka on various stomach disorders (first time)
An useful Totka
পেটের নানা রোগে ভুগে ভুগে বহু মানুষ বড় কষ্টে দিন কাটান, তাঁদের কষ্ট দেখলে সহ্য করা যায় না। এর আগে আমার ইউ টিউব ভিডিও তে আমি পেটের রোগ থেকে, বিশেষত অম্বলের রোগ থেকে, ক্রনিক এসিডিটি থেকে মুক্তি পাওয়ার বহু উপায় নিয়ে আলোচনা করেছি। এই ব্লগে অন্য্ প্রবন্ধেও সেই সব টোটকাগুলি প্রকাশ করেছি। রাতে শোওয়ার আগে একটি তামার জল খাওয়ার গ্লাসে জল ভরে নিয়ে ওই গ্লাসে সাতটি গোটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, ভালো করে ধুয়ে নিয়ে ডুবিয়ে দিন, মনে রাখবেন, আসল রুদ্রাক্ষ হলে জলে অবশ্যই ডুবে যাবে। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে রুদ্রাক্ষগুলিকে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার জায়গায় রেখে দিন, এবারে ওই তামার গ্লাসের জল নিয়ে, পুরোটা একবারে খেয়ে ফেলুন। বেশ কয়েকদিন, যদি এইভাবে খেতে পারেন, আপনার সমস্ত পেটের রোগ ভ্যানিশ হয়ে যাবেই। এই টোটকাটি বহু প্রমাণিত টোটকা।
An useful Totka বদহজম, গ্যাস, অম্বলে ভুগে ভুগে যাঁদের জীবনটা পাংশু হয়ে যাচ্ছে, তাঁদের জন্য বেশ কার্যকরী একটি টোটকা আজ ব্লগে প্রকাশ করতে চলেছি। যদিও এটি তান্ত্রিক টোটকা নয়, এটিকে বরং মুষ্টিযোগ বলা যেতে পারে। এই টোটকাটিতে রুদ্রাক্ষের ব্যবহার বেশ লক্ষ্যণীয়। পেটের নানা রোগে ভুগে ভুগে বহু মানুষ বড় কষ্টে দিন কাটান, তাঁদের কষ্ট দেখলে…