ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস / Five Magical Tantra Tips for get rid from Business Obstacles
দেয় ও গ্রহ নক্ষত্রের প্রভাবে বা কর্ম সংস্কারের প্রভাবেও ব্যবসা বাঁধা হয়ে যায়। এমন হলে এই টোটকাগুলির প্রভাবে অবশ্যই বাঁধা দোকান বা ব্যবসা পুনরায় চালু হয়ে যাবে। দোকানে বা ব্যবসা স্থানে আবার খরিদ্দারের আনাগোনা বাড়বে, মনে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
প্রথমেই কয়েকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখতে হবে, গুরুমুখী বিদ্যা হওয়ার দরুন এই শাস্ত্র অতীব জটিল ও কোনো কোনো ক্ষেত্রে অতীব দুর্লভ।
এই ব্লগে আমি প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিবন্ধ্ লিখছি তা সে জ্যোতিষ বা তন্ত্র বা আরো অনেক ভবিষ্যৎ দর্শন সম্বন্ধীয়। আমার তথ্যের উপর ভিত্তি করে যারা কোনো মন্ত্র জপ্ বা যন্ত্রম তৈরী করবেন , তাদের অবশ্যই মনে রাখতে হবে , যে কোনো মন্ত্র বা তন্ত্রের ফলাফলের জন্য আমি বা আমার এই সাধু প্রয়াসটি অর্থাৎ আমার এই ব্লগটির কোনো ভাবেই দায়দায়িত্ত্ব থাকবেনা।কারণ যিনি এই মন্ত্র বা তন্ত্রগুলির অভ্যাস করবেন তার দ্বারা কৃত কর্মের ত্রুটিবিচ্যুতির ফলে কোনো অসুবিধা বা অসাফল্য হতেই পারে। তার দায়ভার আমার বা আমার এই ব্লগটির থাকবে না এবং সমুদ্রের মতো বিশাল ব্যাপ্তি নিয়ে যে তন্ত্র শাস্ত্র স্বয়ং দেবাদিদেব শিবের মুখনিঃসৃত ও গুরু পরম্পরায় প্রবাহিত হয়ে চলেছে , তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো পুস্তক বা তথ্য সম্বলিত আলোচনায় কোনো মন্ত্রের সাথে এই ব্লগের কোনো প্রবন্ধের মিল পেলেও তা বিনামূল্যে প্রকাশিত ও বিতরিত তথ্য ও শিক্ষামূলক দানের মাপকাঠিতেই বিচার্য।আরো মনে রাখতে হবে, এই ব্লগটি মূলত এটি একটি তথ্য ও শিক্ষা মূলক এবং সর্বোপরি সেবা মূলক ব্লগ হিসাবেই সারা বিশ্বে প্রতিষ্ঠিত রয়েছে।
যাই হোক, এইবার আসি টোটকা গুলি সম্পর্কে বিস্তৃত আলোচনায়, যিনি এই টোটকাগুলি নিজে করবেন, তিনি অবশ্যই এই কর্মের বিষয়ে কাউকে কিছু বলবেন না। অত্যন্ত গোপনে এই টোটকাগুলি অভ্যাস করবেন। টোটকাগুলি অবশ্যই দিনের বেলায়, সম্ভব হলে সকালের দিকে স্নান ধ্যান করবার পর করলে বেশি ভালো ফললাভ হবে। দুটির বেশি টোটকা একইদিনে করবেন না। নিজের মতো করে কোনো কিছু করলে তার থেকে ফল পাবার আশা করা দুরাশা মাত্র।
১। কালো তিল ৫০ গ্রাম, রাই সর্ষে ( হলুদ সাদা রঙের ) ব্যবসা গৃহের মূল দরজায় রাখতে হবে। এতে বেচাকেনা বাড়ে।
২। যদি দোকান বা ব্যবসা ঠিক মতো না চলে, তবে শনিবার দিন ৮টি পান পাতা , ৫টি অশ্বথ্থ পাতা , লাল সুতোয় মালার মত বেঁধে ব্যবসাস্থল বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন, এতে ব্যবসার গতি ঠিক হয়ে যাবে।
৩। যদি দোকানের আয় – উন্নতি না হয় , তবে ব্যবসা স্থল বা দোকানের মূল দরজার সামনে মাটিতে ইমলি বা তেঁতুল কাঠ দিয়ে ৮ ইঞ্চি সরু কীলক বানিয়ে পুঁতে দিন। ব্যবসা বা দোকান ঠিক মতোই চলবে।
৪। যদি ব্যবসা করতে করতে ক্রমাগত লোকসান হতে থাকে, তাহলে অশ্বথ্থ গাছের বা বট গাছের ঝুড়ি কিছুটা নিয়ে রেশমী কাপড়ে বেঁধে দোকানের মুখ্য দরজার বাম পাশে টানিয়ে দিন। ব্যবসায়ে লোকসান বন্ধ হয়ে যাবে।
৫। যেকোনও বুধবার দিন ৭টি লাড্ডু ঘড়ির কাটা ঘোরার মত ব্যবসায়ী নিজের মাথার উপর ৭বার ঘুরিয়ে সূর্যোদয়ের আগে সাদা রঙের গরুকে লাড্ডু গুলি খাইয়ে ঘরে ফিরে আসুন। ভুলেও পিছনে ফিরে তাকাবেন না। ব্যবসায়ে লাভের পরিমান বাড়বে।
संतान प्राप्ति के लिए अनुभूत एक अचुक मंत्र / সন্তান প্রাপ্তির জন্য পরীক্ষিত একটি অনন্য মন্ত্র
এই প্রবন্ধে, আমি ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস সম্পর্কে আলোচনা করছি। যে টোটকাগুলি অব্যর্থ ফলপ্রদ ও খুব সহজেই যে কোনো ব্যবসায়ী এগুলি করতে পারবেন। অনেক সময় চালু ব্যবসা বন্ধ হয়ে যায়, দোকান বা চেম্বারে কেনাবেচা ও খরিদ্দারের সংখ্যা কমে আসে। অনেক চেষ্টা করেও কোনো উপায় না পেয়ে ব্যবসায়ী মানসিক ও আর্থিক ভাবে বিপর্যস্ত…