Yantram for getting Love / ভালোবাসা পেতে যন্ত্রম
Yantram for getting Love

যন্ত্রমটিতে সর্বমোট ১২টি কোঠা রয়েছে।
১ সংখ্যা টি থেকে ১৯ সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলি কোঠাগুলিতে পূরিত হয়েছে।
মূলতঃ এই ধরণের যন্ত্রমগুলিকে তন্ত্রে প্রাক বিশা যন্ত্রম বলেও অবিহিত করা হয়ে থাকে।
এই যন্ত্রমের প্রয়োগটি শুক্লপক্ষের অথবা কৃষ্ণপক্ষের যে কোনও শুক্রবার
বা রবিবার সকাল ৮টার মধ্যেই করার নিয়ম। ৪”/৪” ভুজ্যপত্রের উপর লাল আলতা
দিয়ে ও ডালিম ডালের কলমের সাহায্যে যন্ত্রমটি অঙ্কন করতে হবে।
যন্ত্রমটিকে পঞ্চোপচারে পূজা করে একটি তামার মাদুলিতে ভরে,
মাদুলির মুখটি মোম দিয়ে আটকে শুভ সময়ে ওই
আকাঙ্খিত বাড়িতে গিয়ে পুঁতে দিতে হবে, যদি না পোঁতা যায়,
তবে নিজের বাড়ির জমিতে পুঁতে দিতে হবে।

Yantram for getting Love এই প্রবন্ধে, আমি এমন একটি অনবদ্য যন্ত্রমের বিষয়ে আলোচনা করতে চলেছি, যে যন্ত্রমের সাহায্যে, যদি কেউ ভালো না বেসে শুধু ঘেন্না করে, তবে তাঁর ভালোবাসা পেতে প্রায়োগ করা হয়ে থাকে। আমার তন্ত্র জীবনে এই যন্ত্রমের প্রয়োগ আমি বহুবার মানুষের কল্যাণে করেছি, এবং হাতেনাতে ফল পেয়েছি। আমার তন্ত্রের গুরুদেবের থেকে হাতেকলমে এই যন্ত্রমের…