মেয়ের বিয়ে হওয়ার প্রমাণিত টোটকা / Unique little known Totka For Marriage for you

Unique little known Totka For Marriage for you

Unique little known
 
 
এই প্রবন্ধে, আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে সমস্যাটি আমাদের সমাজে একটি বহু আলোচিত সমস্যা, যা কিনা বহু পরিবারে হতাশার পরিমণ্ডল সৃষ্টি করে থাকে। আমার ইউ টিউব এর বহু ভিডিওতে আমি এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছি। আমার এই ব্লগেও এই সমস্যা সম্বন্ধে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে।
ইউ টিউব এর কমেন্টস বাক্স তে বহু দর্শক এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা বছরভর এই সমস্যার বিষয়ে জানতে চান, বুঝতে চান, এবং বেশ জোরদার কিছু সমাধানের আশা নিয়ে ভিডিওগুলি দেখে থাকেন। তাঁদের কথা ভেবেই এই প্রবন্ধের অবতারণা করছি।

বহু চেষ্টা সত্বেও মেয়ের বিয়ের যোগাযোগ ঠিক মতো না আসলে, এই টোটকাগুলি করতে থাকলে, অবশ্যই বিয়ের যোগাযোগ তৈরি হয়ে থাকে। তবে জন্মকুন্ডলীতে কোনো কোনো খারাপ যোগ থাকলে, তন্ত্র টোটকাগুলি ঠিক মতো কার্যকরী হয় না। এমন হলে কোনও পেশাদার জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার করে নেওয়া উচিত। টোটকাগুলি আমার বহু পরীক্ষিত। বহু মানুষকে এই টোটকাগুলি করিয়ে তাঁদের সাত পাঁকে বাঁধা নিশ্চিত হয়েছে। আমার ব্লগের পাঠক বন্ধুদের উদ্দেশে তাই এগুলি পেশ করছি।

১) মেয়ের বেডরুমে পূর্বদিকের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের ফটো রাখুন। বিয়ের পরেই চিত্রটি সরিয়ে না দিলে মেয়ের বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে।

২) মেয়েকে একটি রূপোর তৈরী নাকছাবি পরান। একটি ময়ূরের পালক ঘরে রাখতে দিন।

৩) একটি রূপোর বাঁশি তৈরি করে বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে, মেয়ের নাম করে দান করুন।

৪) একটা নারকেল নিয়ে একটি হলুদ কাগজে মেয়ের নাম লিখে একটা লাল কাপড়ে মুড়ে মেয়ে নিজে সেগুলি বাড়ির কাছাকাছি নদীতে বিসর্জন দিয়ে দেবে, মেয়ের উপযুক্ত বিয়ের যোগাযোগ তৈরী হয়ে যাবে।

 

Unique little known Totka For Marriage for you     এই প্রবন্ধে, আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে সমস্যাটি আমাদের সমাজে একটি বহু আলোচিত সমস্যা, যা কিনা বহু পরিবারে হতাশার পরিমণ্ডল সৃষ্টি করে থাকে। আমার ইউ টিউব এর বহু ভিডিওতে আমি এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছি। আমার এই ব্লগেও এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!