The powerful Sree Ganeshastakam / শ্রীগণেশাষ্টকম্ নিত্য পাঠে সমস্তসিদ্ধি

The powerful Sree Ganeshastakam

The powerful Sree Ganeshastakam

মঙ্গলমূর্তি শ্রী শ্রী গণেশজীর মহিমা কালিকলম অথবা শুধু ভাষায় প্রকাশ করা আমার কাছে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। বিনায়কের ভূমিকা লিখতে বসে আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনন্তের ভূমিকা করা শুধু অসম্ভবই নয়, তা আমার মত ক্ষুদ্রের পক্ষে নিতান্তই অনধিকার চর্চা।
আমার প্রিয় ব্লগে আজ মহাপূণ্যদিন শুক্লপক্ষের গনেশ চতুর্থী তিথিতে এই প্রবন্ধ, আমার অকুন্ঠ শ্রদ্ধাঞ্জলি।

এই প্রবন্ধে, আমি শ্রী গণেশাষ্টকম্ সম্পর্কে বলতে গিয়ে, প্রথমেই বলি, এই গণেশাষ্টকম্ নিত্য পাঠে বিদ্যালাভ, সাংসারিক দুঃখনাশ, দারিদ্রদূর, ভব-ভয়-পরিহার, সমস্তসিদ্ধি লাভ হয়ে থাকে, এ কথা শ্রী ব্যাসদেব স্বয়ং বলেছেন। নিত্য স্নানের পরে ধূপদীপ জ্বেলে উত্তর বা পূর্বমুখী বসে ১ বার পাঠে শ্রী বিনায়কের বরে সর্বমনোকামনা সিদ্ধি হয়ে থাকে। “সমস্তসিদ্ধি” কথাটি যে কতদূর সত্য, এবং এই শব্দটির মধ্যে যে কি অমোঘ শক্তি গুপ্ত আছে, তা ভাষায় বর্ণনা করা এককথায় “অসম্ভব”। ইদানিং সমগ্র ভারতবর্ষে শ্রী গনেশ প্রভুর পূজা বহুগুণে বেড়েছে, তার কারণ, গনেশজির পূজায় লোকে হাতেনাতে ফললাভ করছে। মোদক ভোগ দিয়ে পূজা করলে, গণপতি অধিক প্রসন্ন হয়ে সাধককে ইপ্সিত বরদান ও পার্থিব ভোগসুখ দান করে থাকেন। সকলেই শ্রীগণেশাষ্টক পাঠ করে মনোকামনা পূর্ণ করুন, এই আশা করি।

 

॥ শ্রীগণেশাষ্টকম্ ॥
 
         শ্রীগণেশায় নমঃ ।
গণপতি-পরিবারং চারুকেয়ূরহারং
        গিরিধরবরসারং যোগিনীচক্রচারম্ ।
ভব-ভয়-পরিহারং দুঃখ-দারিদ্রয়-দূরং
        গণপতিমভিবন্দে বক্রতুণ্ডাবতারম্ ॥ ১॥
 
অখিলমলবিনাশং পাণিনা ধ্বস্তপাশং হস্তপাশং
        কনকগিরিনিকাশং সূর্যকোটিপ্রকাশম্ ।
ভবভবগিরিনাশং মালতীতীরবাসং
        গণপতিমভিবন্দে মানসে রাজহংসম্ ॥ ২॥
 
বিবিধ-মণি-ময়ূখৈঃ শোভমানং বিদূরৈঃ
        কনক-রচিত-চিত্রং কণ্ঠদেশেবিচিত্রং ।
দধতি বিমলহারং সর্বদা য়ত্নসারং
        গণপতিমভিবন্দে বক্রতুণ্ডাবতারম্ ॥ ৩॥
 
দুরিতগজমমন্দং বারণীং চৈব বেদং
        বিদিতমখিলনাদং নৃত্যমানন্দকন্দম্ ।
দধতি শশিসুবক্ত্রং চাঽঙ্কুশং য়ো বিশেষং
        গণপতিমভিবন্দে সর্বদাঽঽনন্দকন্দম্ ॥ ৪॥
 
ত্রিনয়নয়ুতভালে শোভমানে বিশালে
        মুকুট-মণি-সুঢালে মৌক্তিকানাং চ জালে ।
ধবলকুসুমমালে য়স্য শীর্ষ্ণঃ সতালে
        গণপতিমভিবন্দে সর্বদা চক্রপাণিম্ ॥ ৫॥
 
বপুষি মহতি রূপং পীঠমাদৌ সুদীপং
        তদুপরি রসকোণং য়স্য চোর্ধ্বং ত্রিকোণম্ ।
গজমিতদলপদ্মং সংস্থিতং চারুছদ্মং
        গণপতিমভিবন্দে কল্পবৃক্ষস্য বৃন্দে ॥ ৬॥
 
বরদবিশদশস্তং দক্ষিণং যস্য হস্তং
        সদয়মভয়দং তং চিন্তয়ে চিত্তসংস্থম্ ।
শবলকুটিলশুণ্ডং চৈকতুণ্ডং দ্বিতুণ্ডং
        গণপতিমভিবন্দে সর্বদা বক্রতুণ্ডম্ ॥ ৭॥
 
কল্পদ্রুমাধঃস্থিত-কামধেনুং
        চিন্তামণিং দক্ষিণপাণিশুণ্ডম্ ।
বিভ্রাণমত্যদ্ভুতচিত্তরূপং য়ঃ
        পূজয়েত্ তস্য সমস্তসিদ্ধিঃ ॥ ৮॥
 
ব্যাসাষ্টকমিদং পুণ্যং গণেশস্তবনং নৃণাম্ ।
পঠতাং দুঃখনাশায় বিদ্যাং সংশ্রিয়মশ্নুতে ॥ ৯॥

 

            ॥ ইতি শ্রীপদ্মপুরাণে উত্তরখণ্ডে ব্যাসবিরচিতং গণেশাষ্টকং সম্পূর্ণম্ ॥
 
 
 

 

 

The powerful Sree Ganeshastakam মঙ্গলমূর্তি শ্রী শ্রী গণেশজীর মহিমা কালিকলম অথবা শুধু ভাষায় প্রকাশ করা আমার কাছে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। বিনায়কের ভূমিকা লিখতে বসে আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনন্তের ভূমিকা করা শুধু অসম্ভবই নয়, তা আমার মত ক্ষুদ্রের পক্ষে নিতান্তই অনধিকার চর্চা।আমার প্রিয় ব্লগে আজ মহাপূণ্যদিন শুক্লপক্ষের গনেশ চতুর্থী তিথিতে এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!