The powerful Sree Ganeshastakam / শ্রীগণেশাষ্টকম্ নিত্য পাঠে সমস্তসিদ্ধি
The powerful Sree Ganeshastakam
আমার প্রিয় ব্লগে আজ মহাপূণ্যদিন শুক্লপক্ষের গনেশ চতুর্থী তিথিতে এই প্রবন্ধ, আমার অকুন্ঠ শ্রদ্ধাঞ্জলি।
এই প্রবন্ধে, আমি শ্রী গণেশাষ্টকম্ সম্পর্কে বলতে গিয়ে, প্রথমেই বলি, এই গণেশাষ্টকম্ নিত্য পাঠে বিদ্যালাভ, সাংসারিক দুঃখনাশ, দারিদ্রদূর, ভব-ভয়-পরিহার, সমস্তসিদ্ধি লাভ হয়ে থাকে, এ কথা শ্রী ব্যাসদেব স্বয়ং বলেছেন। নিত্য স্নানের পরে ধূপদীপ জ্বেলে উত্তর বা পূর্বমুখী বসে ১ বার পাঠে শ্রী বিনায়কের বরে সর্বমনোকামনা সিদ্ধি হয়ে থাকে। “সমস্তসিদ্ধি” কথাটি যে কতদূর সত্য, এবং এই শব্দটির মধ্যে যে কি অমোঘ শক্তি গুপ্ত আছে, তা ভাষায় বর্ণনা করা এককথায় “অসম্ভব”। ইদানিং সমগ্র ভারতবর্ষে শ্রী গনেশ প্রভুর পূজা বহুগুণে বেড়েছে, তার কারণ, গনেশজির পূজায় লোকে হাতেনাতে ফললাভ করছে। মোদক ভোগ দিয়ে পূজা করলে, গণপতি অধিক প্রসন্ন হয়ে সাধককে ইপ্সিত বরদান ও পার্থিব ভোগসুখ দান করে থাকেন। সকলেই শ্রীগণেশাষ্টক পাঠ করে মনোকামনা পূর্ণ করুন, এই আশা করি।

The powerful Sree Ganeshastakam মঙ্গলমূর্তি শ্রী শ্রী গণেশজীর মহিমা কালিকলম অথবা শুধু ভাষায় প্রকাশ করা আমার কাছে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। বিনায়কের ভূমিকা লিখতে বসে আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনন্তের ভূমিকা করা শুধু অসম্ভবই নয়, তা আমার মত ক্ষুদ্রের পক্ষে নিতান্তই অনধিকার চর্চা।আমার প্রিয় ব্লগে আজ মহাপূণ্যদিন শুক্লপক্ষের গনেশ চতুর্থী তিথিতে এই…