শ্রী শ্রী হনুমান চালিশা / Shree Shree Hanuman Chalisa

এই প্রবন্ধে শ্রী শ্রী হনুমান চালিশার বিষয়ে লিখছি।  মহাত্মা তুলসী দাস বিরচিত এই অমৃত চালিশা সর্ব বিঘ্ননাশক, সর্ব ক্লেশনাশক, সর্ব রোগ ও শোকনাশক এবং সর্ব উন্নতি, ঐশ্বর্য , সমৃদ্ধি, ঋদ্ধি ও আশু সিদ্ধিদায়ক হিসাবে জগতে প্রচারিত।

এই চালিশা যিনি প্রতিদিন পাঠ করেন, শ্রবণ বা মনন করে থাকেন, পবনপুত্র শ্রী শ্রী হনুমানজীর কৃপায় তিনি সকল দিক থেকেই সুরক্ষিত থাকেন।


সংখ্যাতত্বের নিরীখে ১,৩,৫,১১,২১,২৮,৫৪ ও ১০৮ বার একাসনে বসে পাঠ করলে নানা ধরণের ফলদায়ী হয়ে থাকে। প্রতিদিন ১ বার পাঠে বন্ধনমুক্তি, ৩ বার পাঠে সঙ্কটনাশ, ৫ বার পাঠে বিদ্যা ও বুদ্ধিলাভ, ১১ বার পাঠে  রোগমুক্তি, ২১ বার পাঠে কর্মলাভ, ২৮ বার পাঠে সর্ব সমস্যা নাশ, ৫৪ বার পাঠে অযাচিত অর্থ ও সম্মানলাভ এবং ১০৮ বার পাঠে সর্ব সমৃদ্ধি ও সর্ব সৌভাগ্যের উদয় হয়ে থাকে।প্রতিদিন উত্তরমুখী হয়ে পাঠ করতে হবে।  ব্যঞ্জন যুক্ত বা ব্যঞ্জনহীন ভাবে অর্থাৎ ধুপ দীপ বা পূজা সামগ্রী সহ বা বিহীন অবস্থায় মূর্তির বা চিত্রের সম্মুখে বা বিহীন ভাবে পাঠ করা যেতে পারে।

শ্রী শ্রী হনুমান চালিশা 

দোহা
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলয়শ জো দায়ক ফলচারি ||
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্য়া দেহু মোহি হরহু কলেশ বিকার ||

ধ্য়ানম
গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম |
রামায়ণ মহামালা রত্নং বংদে অনিলাত্মজম ||
য়ত্র য়ত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাংজলিম |
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম ||

চৌপাঈ
জয় হনুমান জ্ঞান গুণ সাগর |
জয় কপীশ তিহু লোক উজাগর || 1 ||

রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা || 2 ||

মহাবীর বিক্রম বজরঙ্গী |
কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||3 ||

কংচন বরণ বিরাজ সুবেশা |
কানন কুংডল কুংচিত কেশা || 4 ||

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কাংথে মূংজ জনেবূ সাজৈ || 5||

শংকর সুবন কেসরী নন্দন |
তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 ||

বিদ্য়াবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর || 7 ||

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া |
রামলখন সীতা মন বসিয়া || 8||

সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা |
বিকট রূপধরি লংক জরাবা || 9 ||

ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে || 1০ ||

লায় সংজীবন লখন জিয়ায়ে |
শ্রী রঘুবীর হরষি উরলায়ে || 11 ||

রঘুপতি কীন্হী বহুত বডায়ী |
তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || 12 ||

সহস বদন তুম্হরো য়শগাবৈ |
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ || 13 ||

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা || 14 ||

য়ম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে || 15 ||

তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা || 16 ||

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভয়ে সব জগ জানা || 17 ||

য়ুগ সহস্র য়োজন পর ভানূ |
লীল্য়ো তাহি মধুর ফল জানূ || 18 ||

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গয়ে অচরজ নাহী || 19 ||

দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || 2০ ||

রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে || 21 ||

সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না || 22 ||

আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ || 23 ||

ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ || 24 ||

নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা || 25 ||

সংকট সেং হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ || 26 ||

সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা || 27 ||

ঔর মনোরধ জো কোয়ি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ || 28 ||

চারো য়ুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || 29 ||

সাধু সন্ত কে তুম রখবারে |
অসুর নিকন্দন রাম দুলারে || 3০ ||

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা || 31 ||

রাম রসায়ন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা || 32 ||

তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ || 33 ||

অংত কাল রঘুবর পুরজায়ী |
জহাং জন্ম হরিভক্ত কহায়ী || 34 ||

ঔর দেবতা চিত্ত ন ধরয়ী |
হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী || 35 ||

সংকট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা || 36 ||

জৈ জৈ জৈ হনুমান গোসায়ী |
কৃপা করো গুরুদেব কী নায়ী || 37 ||

জো শত বার পাঠ কর কোয়ী |
ছূটহি বন্দি মহা সুখ হোয়ী || 38 ||

জো য়হ পডৈ হনুমান চালীসা |
হোয় সিদ্ধি সাখী গৌরীশা || 39 ||

তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয় মহ ডেরা || 4০ ||

দোহা
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ |
রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||
সিয়াবর রামচন্দ্রকী জয় | পবনসুত হনুমানকী জয় | বোলো ভায়ী সব সন্তনকী জয় |

 You may also like

আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১
আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২
টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল লক্ষ্মী মন্ত্র
টাকার অভাব ও গরিবী দূর করার জন্য একটি প্রভূত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র -৩
অর্থবৃদ্ধি ও ব্যবসাবৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র – 8 / The unique and Powerful Laxmi Mantra for enhance Money and Business

Related Articles

যেকোনও শত্রুনাশ ও শত্রুদমনের সেরা মন্ত্র
মনের ইচ্ছাপূরণের সবথেকে শক্তিশালী মন্ত্র
ভূত,প্রেত,দেবতা, মানুষ- সবার ক্রোধ থেকে পরিত্রানের এক শক্তিশালী মন্ত্র
জীবনের প্রতিটি শাখায় ঐন্দ্রজালিক এবং শক্তিশালী ফলাফল পেতে  মহা শিবরাত্রি ও শিব পঞ্চাক্ষরী মন্ত্র মানুষের জন্য খুবই  অপরিহার্য /Maha Shivaratri and Panchakshari Shiva mantra will give magical and strong results in every branch of life and is very essential for the people
 মাধ্যমিক বা উচ্চ্ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে অদ্বিতীয় ও অসাধারণ একটি  মন্ত্র
एक बहुत ही आसान और सरल मोहिनी बशीकरण मंत्र

এই প্রবন্ধে শ্রী শ্রী হনুমান চালিশার বিষয়ে লিখছি।  মহাত্মা তুলসী দাস বিরচিত এই অমৃত চালিশা সর্ব বিঘ্ননাশক, সর্ব ক্লেশনাশক, সর্ব রোগ ও শোকনাশক এবং সর্ব উন্নতি, ঐশ্বর্য , সমৃদ্ধি, ঋদ্ধি ও আশু সিদ্ধিদায়ক হিসাবে জগতে প্রচারিত।এই চালিশা যিনি প্রতিদিন পাঠ করেন, শ্রবণ বা মনন করে থাকেন, পবনপুত্র শ্রী শ্রী হনুমানজীর কৃপায় তিনি সকল দিক থেকেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!