কামাখ্যা কবচ / Strong and best Kamakshya Kavacham for you

Strong and best Kamakshya Kavacham

Strong and best Kamakshya Kavacham for you

কামাখ্যা কবচ

প্রবন্ধের শুরুতে জানাই, কামাখ্যা কবচ প্রকাশ করার আবেদন আমার কাছে বহুদিন থেকেই ছিল, কিন্তু নানা কারনে তা প্রকাশ করা হয়ে ওঠেনি। এস্ট্রোপ্রোফেট ব্লগে নানা কবচ,স্তোত্রম প্রকাশ করার প্রয়োজনে, আমি যখন ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই, কামাখ্যা কবচের প্রকাশ ঘটছে, এই প্রকাশনা নিতান্তই দেবী মাহাত্ম্য বিনা আর কিছুই নয়, বলে আমার ধারণা।
অভয়বরদানকারী শ্রী শ্রী কামাখ্যাদেবী সিদ্ধকামেশ্বরী স্বয়ং। অপার তাঁর বিভূতি, অনন্ত তাঁর লীলা, ভাষায় ঠিকমত প্রকাশিতব্য নয়।

ধর্ম,অর্থ, সাধকের সর্ব মনোরথপুরণী কামাখ্যা দেবীর এই কবচটি অনুষ্টুপ ছন্দে গাঁথা ব্যাধিভয়নাশ, অগ্নিভয়নাশ, দীর্ঘায়ুলাভ, ভোগসুখপ্রাপ্তি, সুপুত্র ও সুপৌত্র লাভ, সকল বাধা নিমেষে হরণকারী এই কবচ পাঠে ও ধারণে ফলপ্রাপ্তি হিসাবে স্বীকৃত হয়েছে। আসামের কামরূপে অধিষ্ঠাত্রীদেবীর নিত্যতপস্যায় অনন্যসাধারণ ফললাভ ঘটে থাকে, এ বিষয়টিতো সকল অধ্যাত্মপ্রেমী মানুষই জানেন। প্রতিদিন সকালে স্নান ধ্যানের পর উত্তরাস্য বসে, ধূপদীপ জ্বেলে এই কবচটি পাঠ করতে হবে। রক্তবর্ণের বস্ত্র ধারণ করে ও রক্তবর্ণের আসনে বসে এই কবচটি পাঠ করলে উত্তম ফললাভ ঘটে থাকে।

 

 

 

 

 
শ্রী শ্রী কামাখ্যা মাতা ঠাকুরাণী 

 

॥ কামাখ্যা কবচ ও  ধ্যান॥
           
কামাখ্যা ধ্যানম্
 
রবিশশিযুতকর্ণা কুংকুমাপীতবর্ণা
মণিকনকবিচিত্রা লোলজিহ্বা ত্রিনেত্রা ।
অভয়বরদহস্তা সাক্ষসূত্রপ্রহস্তা
প্রণতসুরনরেশা সিদ্ধকামেশ্বরী সা ॥ ১॥
 
অরুণকমলসংস্থা রক্তপদ্মাসনস্থা
নবতরুণশরীরা মুক্তকেশী সুহারা ।
শবহৃদি পৃথুতুঙ্গা স্বাঙ্ঘ্রিয়ুগ্মা মনোজ্ঞা
শিশুরবিসমবস্ত্রা সর্বকামেশ্বরী সা ॥ ২॥
 
বিপুলবিভবদাত্রী স্মেরবক্ত্রা সুকেশী
দলিতকরকদন্তা সামিচন্দ্রাবতংসা ।
মনসিজ-দৃশদিস্থা য়োনিমুদ্রালসন্তী
পবনগগনসক্তা সংশ্রুতস্থানভাগা ।
চিন্তা চৈবং দীপ্যদগ্নিপ্রকাশা
ধর্মার্থাদ্যৈঃ সাধকৈর্বাঞ্ছিতার্থা ॥ ৩॥
 
         ।। কামাখ্যা-কবচম্ ।।

ওঁ কামাখ্যাকবচস্য মুনির্বৃহস্পতিঃ স্মৃতঃ ।
দেবী কামেশ্বরী তস্য অনুষ্টুপ্ছন্দ ইষ্যতে ॥
 
বিনিয়োগঃ সর্বসিদ্ধৌ তঞ্চ শৃণ্বন্তু দেবতাঃ ।
শিরাঃ কামেশ্বরী দেবী কামাখ্যা চক্ষূষী মম ॥
 
শারদা কর্ণয়ুগলং ত্রিপুরা বদনং তথা ।
কণ্ঠে পাতু মাহামায়া হৃদি কামেশ্বরী পুনঃ ॥
 
কামাখ্যা জঠরে পাতু শারদা পাতু নাভিতঃ ।
ত্রিপুরা পার্শ্বয়োঃ পাতু মহামায়া তু মেহনে ॥
 
গুদে কামেশ্বরী পাতু কামাখ্যোরুদ্বয়ে তু মাম্ ।
জানুনোঃ শারদা পাতু ত্রিপুরা পাতু জঙ্ঘয়োঃ ॥
 
মাহামায়া পাদয়ুগে নিত্যং রক্ষতু কামদা ।
কেশে কোটেশ্বরি পাতু নাসায়াং পাতু দীর্ঘিকা ॥
 
ভৈরবী (শুভগা)  দন্তসঙ্ঘাতে মাতঙ্গ্যবতু চাঙ্গয়োঃ ।
বাহ্বোর্মে ললিতা পাতু পাণ্যোস্তু বনবাসিনী ॥
 
বিন্ধ্যবাসিন্যঙ্গুলীষু শ্রীকামা নখকোটিষু ।
রোমকূপেষু সর্বেষু গুপ্তকামা সদাবতু ॥
 
পাদাঙ্গুলী পার্ষ্ণিভাগে পাতু মাং ভুবনেশ্বরী ।
জিহ্বায়াং পাতু মাং সেতুঃ কঃ কণ্টাভ্যন্তরেঽবতু ॥
 
পাতু নশ্চান্তরে বক্ষঃ ঈঃ পাতু জঠরান্তরে ।
সামীন্দুঃ পাতু মাং বস্তৌ বিন্দুর্বিন্দ্বন্তরেঽবতু ॥
 
ককারস্ত্বচি মাং পাতু রকারোঽস্থিষু সর্বদা ।
লকারঃ সর্বনাডিষু ঈকারঃ সর্বসন্ধিষু ॥
 
চন্দ্রঃ স্নায়ুষু মাং পাতু বিন্দুর্মজ্জাসু সন্ততম্ ।
পূর্বস্যাং দিশি চাগ্নেয়্যাং দক্ষিণে নৈরৃতে তথা ॥
 
বারুণে চৈব বায়ব্যাং কৌবেরে হরমন্দিরে ।
অকারাদ্যাস্তু বৈষ্ণব্যাঃ অষ্টৌ বর্ণাস্তু মন্ত্রগাঃ ॥
 
পান্তু তিষ্ঠন্তু সততং সমুদ্ভববিবৃদ্ধয়ে ।
ঊর্দ্ধ্বাধঃ পাতু সততং মাং তু সেতুদ্বয়ে সদা ॥
 
নবাক্ষরাণি মন্ত্রেষু শারদা মন্ত্রগোচরে ।
নবস্বরাস্তু মাং নিত্যং নাসাদিষু সমন্ততঃ ॥
 
বাতপিত্তকফেভ্যস্তু ত্রিপুরায়াস্তু ত্র্যক্ষরম্ ।
নিত্যং রক্ষতু ভূতেভ্যঃ পিশাচেভ্যস্তথৈব চ ॥
 
তত্ সেতু সততং পাতু ক্রব্যাদ্ভ্যো মান্নিবারকম্
নমঃ কামেশ্বরীং দেবীং মহামায়াং জগন্ময়ীম্ ।
য়া ভূত্বা প্রকৃতির্নিত্যা তনোতি জগদায়তম্ ॥
 
কামাখ্যামক্ষমালাভয়বরদকরাং সিদ্ধসূত্রৈকহস্তাং
শ্বেতপ্রেতোপরিস্থাং মণিকনকয়ুতাং কুঙ্কমাপীতবর্ণাম্ ।
জ্ঞানধ্যানপ্রতিষ্ঠামতিশয়বিনয়াং ব্রহ্মশক্রাদিবন্দ্যা-
মগ্নৌ বিন্দ্বন্তমন্ত্রপ্রিয়তমবিষয়াং নৌমি বিন্ধ্যাদ্র্যতিস্থাম্ ॥
মধ্যে মধ্যস্য ভাগে সততবিনমিতা ভাবহারাবলী য়া
লীলালোকস্য কোষ্ঠে সকলগুণয়ুতা ব্যক্তরূপৈকনম্রা ।
বিদ্যা বিদ্যৈকশান্তা শমনশমকরী ক্ষেমকর্ত্রী বরাস্যা
নিত্যং পায়াত্ পবিত্রপ্রণববরকরা কামপূর্বেশ্বরী নঃ ॥
 
ইতি হরেঃ কবচং তনুকেস্থিতং শময়তি বৈ শমনং তথা য়দি ।
ইহ গৃহাণ যাতস্ব বিমোক্ষণে সহিত এষ বিধিঃ সহ চামরৈঃ ॥
 
ইতীদং কবচং য়স্তু কামাখ্যায়াঃ পঠেদ্বুধঃ ।
সুকৃত্ তং তু মহাদেবী তনু ব্রজতি নিত্যদা ॥
 
নাধিব্যাধিভয়ং তস্য ন ক্রব্যাদ্ভ্যো ভয়ং তথা ।
নাগ্নিতো নাপি তোয়েভ্যো ন রিপুভ্যো ন রাজতঃ ॥
 
দীর্ঘায়ুর্বহুভোগী চ পুত্রপৌত্রসমন্বিতঃ ।
আবর্তয়ন্ শতং দেবীমন্দিরে মোদতে পরে ॥
 
য়থা তথা ভবেদ্বদ্ধঃ সঙ্গ্রামেঽন্যত্র বা বুধঃ ।
তত্ক্ষণাদেব মুক্তঃ স্যাত্ স্মারণাত্ কবচস্য তু ॥
 
 
 

Strong and best Kamakshya Kavacham কামাখ্যা কবচ প্রবন্ধের শুরুতে জানাই, কামাখ্যা কবচ প্রকাশ করার আবেদন আমার কাছে বহুদিন থেকেই ছিল, কিন্তু নানা কারনে তা প্রকাশ করা হয়ে ওঠেনি। এস্ট্রোপ্রোফেট ব্লগে নানা কবচ,স্তোত্রম প্রকাশ করার প্রয়োজনে, আমি যখন ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই, কামাখ্যা কবচের প্রকাশ ঘটছে, এই প্রকাশনা নিতান্তই দেবী মাহাত্ম্য বিনা আর কিছুই নয়, বলে আমার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!