কামাখ্যা কবচ / Strong and best Kamakshya Kavacham for you
Strong and best Kamakshya Kavacham

কামাখ্যা কবচ
অভয়বরদানকারী শ্রী শ্রী কামাখ্যাদেবী সিদ্ধকামেশ্বরী স্বয়ং। অপার তাঁর বিভূতি, অনন্ত তাঁর লীলা, ভাষায় ঠিকমত প্রকাশিতব্য নয়।
ধর্ম,অর্থ, সাধকের সর্ব মনোরথপুরণী কামাখ্যা দেবীর এই কবচটি অনুষ্টুপ ছন্দে গাঁথা ব্যাধিভয়নাশ, অগ্নিভয়নাশ, দীর্ঘায়ুলাভ, ভোগসুখপ্রাপ্তি, সুপুত্র ও সুপৌত্র লাভ, সকল বাধা নিমেষে হরণকারী এই কবচ পাঠে ও ধারণে ফলপ্রাপ্তি হিসাবে স্বীকৃত হয়েছে। আসামের কামরূপে অধিষ্ঠাত্রীদেবীর নিত্যতপস্যায় অনন্যসাধারণ ফললাভ ঘটে থাকে, এ বিষয়টিতো সকল অধ্যাত্মপ্রেমী মানুষই জানেন। প্রতিদিন সকালে স্নান ধ্যানের পর উত্তরাস্য বসে, ধূপদীপ জ্বেলে এই কবচটি পাঠ করতে হবে। রক্তবর্ণের বস্ত্র ধারণ করে ও রক্তবর্ণের আসনে বসে এই কবচটি পাঠ করলে উত্তম ফললাভ ঘটে থাকে।

Strong and best Kamakshya Kavacham কামাখ্যা কবচ প্রবন্ধের শুরুতে জানাই, কামাখ্যা কবচ প্রকাশ করার আবেদন আমার কাছে বহুদিন থেকেই ছিল, কিন্তু নানা কারনে তা প্রকাশ করা হয়ে ওঠেনি। এস্ট্রোপ্রোফেট ব্লগে নানা কবচ,স্তোত্রম প্রকাশ করার প্রয়োজনে, আমি যখন ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই, কামাখ্যা কবচের প্রকাশ ঘটছে, এই প্রকাশনা নিতান্তই দেবী মাহাত্ম্য বিনা আর কিছুই নয়, বলে আমার…