সর্ব সুখ প্রাপ্তির যন্ত্রম / Best Yantram for Happiness (powerful)
Best Yantram for Happiness (powerful)


যন্ত্রমটি বহু পুরানো, এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যে ব্যক্তির নানা দিক দিয়ে অসুবিধা, সে এই যন্ত্রমটি তামার পাতের উপর খোদাই করে, প্রত্যহ সকালে স্নান ধ্যান করে পূজা করবে।
প্রতিদিনের পূজার মাধ্যমে ওই ব্যক্তির সকল বাধা অতি সহজেই অপসারিত হয়ে যাবে। জীবনের সকল জটিলতা দূর হয়ে যাবে সহজেই। তামার পাতের অভাবে সাদা কাগজের উপর প্রতিদিন শ্বেতচন্দন সহযোগে ডালিম গাছের ডালের কলম দিয়ে লিখে, সঙ্গে সঙ্গে পূজা করতে হবে। এর সাথে প্রতিদিন “রামরক্ষা স্তোত্র ” বা ” রামকবচ ” শ্রদ্ধা সহ পাঠ করলে, অনবদ্য ফললাভ করা সম্ভব। পদ্মপুরানে বর্ণিত “রামরক্ষা স্তোত্রম” পরিবেশন করলাম।
উত্তরমুখী উপবেশন করে, ধুপ দীপ জ্বেলে এই রক্ষা স্তোত্রমটি পাঠ করলে সর্বসৌভাগ্যের উদয় হয়ে থাকে।
Best Yantram for Happiness (powerful) সর্ব সুখ প্রাপ্তির যন্ত্রম সম্পর্কে এই প্রবন্ধে আলোচনা করতে চলেছি। সর্ব সুখে সুখী হতে সবাই তো চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। কিন্তু তন্ত্রে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। নানা কারণে সুখের অভাব বোধ করলে, এই যন্ত্রমটির সাহায্যে তা দূর করা সম্ভব। এই যন্ত্রমটি আমি আমার গুরুদেবের কাছ থেকে…