স্বপ্নদোষ বন্ধ হওয়ার যন্ত্রম/ Removal of Nocturnal Emission (best and strong)
Removal of Nocturnal Emission (best and strong)
যন্ত্রমটিতে ৪ টি মাত্র সংখ্যা রয়েছে। একক সংখ্যা ২ টি এবং দ্বৈত সংখ্যা ১ টি। বাকি সব কোঠা অক্ষর দ্বারা পূর্ণ। যন্ত্রমটিতে সর্বমোট ১২ টি কোঠার অবস্থান দেখতে পাওয়া যায়।
শুক্লপক্ষের পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবারে যন্ত্রমটি প্রস্তুত করতে হবে। ভুজ্যপত্রে অষ্টগন্ধ কালি দিয়ে যন্ত্রমটি লিখতে হবে। স্নান ধ্যান করে, উত্তরমুখে বসে, যন্ত্রমটি তৈরি করতে হবে। যন্ত্রমটি তৈরি করার সময় ধূপদীপ জ্বেলে নিতে হবে। যন্ত্রমটি লেখার পরে ওটিকে শুকাতে কিছুটা সময় দিতে হবে। শুকিয়ে গেলে ওটিকে তামা বা রুপার তৈরি মাদুলিতে ভরে মুখটা মৌচাকের মোম বা গালা দিয়ে এঁটে দিয়ে, যন্ত্রমটিকে কোমরে বেঁধে নিলে স্তম্ভন তন্ত্রের প্রভাবে, স্বপ্নদোষ থেকে রেহাই পাওয়া যেতে পারে।যদিও আমি তথ্যমূলক ও শিক্ষামূলক বিষয় হিসাবে, যন্ত্রমটিকে পাঠকবন্ধুদের উদ্দেশ্যে উপস্থাপিত করছি, কোনও ফলাফলের জন্য আমার কোনও দায় নেই।

Removal of Nocturnal Emission (best and strong) এই প্রবন্ধে, স্বপ্নদোষ বন্ধ হওয়ার একটি অতি প্রমাণিত যন্ত্রম নিয়ে আলোচনা করতে চলেছি। মূলত যুবকদের মধ্যে এই অসুবিধার প্রভাব দেখা যায়। বিষয়টি শুধুমাত্র অসুবিধাই নয়, চরম অস্বস্তিরও বটে। ভারতীয় তন্ত্রশাস্ত্রে এ বিষয়ে বহু যন্ত্র মন্ত্রের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে।যন্ত্রমটিতে ৪ টি মাত্র সংখ্যা রয়েছে। একক সংখ্যা ২ টি…