দাম্পত্যকলহ নাশের কয়েকটি বিশেষ উপায় / Vastu Tips for Husband Wife Dispute

এই প্রবন্ধে, দাম্পত্যকলহ নাশের কয়েকটি বিশেষ উপায় নিয়ে আলোচনা করতে চলেছি। এই উপায়গুলি মূলতঃ বাস্তুশাস্ত্রের উপাদানে সমৃদ্ধ। অর্থাৎ কিছু কিছু বস্তু নিয়ম মেনে চললে, স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব ও ঝগড়াঝাটি, অশান্তি ও ভুলবোঝাবুঝি কমতে পারে বা চিরতরে বন্ধও হতে পারে।

বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা আছে, যে উপায়গুলিতে রং, আয়তন, সাজানো, আলো, সঠিক স্থিতি ইত্যাদির জন্য মানুষের সুখ, দুঃখ, ভালো মন্দ, আয়উন্নতি, লাভ ক্ষতি নির্ভর করে।এমনই কিছু বিশেষ উপায়ের অবতারণা এই প্রবন্ধে স্থান পেয়েছে।


স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য বাস্তুশাস্ত্রের অবশ্যই এমনি অভিনব ভূমিকাকে গবেষকগণ অস্বীকার করতে পারেন না। বাস্তুর রং এর সাথেও দাম্পত্য সম্পর্কের একটি ভূমিকাও সবিশেষ উল্লেখ করা যেতে পারে। নিচে আমি সে বিষয়েই কয়েকটি উপায় বর্ণনা করছি।

১। শোয়ার ঘরের দেওয়াল সাদা রঙের হলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়। পারিবারিক দাম্পত্য অশান্তি দিনে দিনে কমতে থাকে।

২।  গোলাপী রঙের দেওয়াল হলে স্বামী স্ত্রীর মধ্যে একে  অন্যের প্রতি ভালোবাসা গভীর হতে থাকে।

৩।  পূর্ব – উত্তর দিকের দেওয়াল সবুজ রঙের হলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো হয়।

৪।  দক্ষিণ – পশ্চিম দিকের দেওয়ালে স্বামী, স্ত্রী ও বাচ্চাদের হাসিমুখের গ্রূপ ফটো বাঁধিয়ে টানিয়ে দিলে, নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা হয়ে যাবে।

৫।  স্বামী যদি বদরাগী হন, তাহলে স্ত্রীর উচিত ” শান্তম পাপম ” মন্ত্রটি জপ করা।  স্বামী ছাড়াও পরিবারের অন্য ব্যক্তির রাগ কমাতে এই মন্ত্রের Unlimited জপের কোনো বিকল্প নেই।

৬।  চল্লিশ দিন চীনা বাদাম স্রোতের জলে ভাসালে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধি পেতে থাকে।

৭।  শোওয়ার ঘরে বিছানার দিকে আয়না মুখ করে রাখা থাকলে, দাম্পত্য অশান্তি অবধারিত। তাই আয়নাটি এমনভাবে সরিয়ে দিন, যাতে আয়নার মুখ খাটের দিকে না থাকে, না সরানোর জায়গা থাকলে, আয়নাটি ঢেকে রাখুন।

৮।  শোয়ার খাটের তলায় ঝাঁটা রাখবেন না,  দেখবেন, দিনের পর দিন ঘটতে থাকা বহু সমস্যার হাত থেকে পরিত্রান পাবেন।

এই বাস্তুশাস্ত্রীয় উপায়গুলি করলে সমস্যার বোঝা দিন দিন কমতে থাকবে।


You may also like
Related Articles

এই প্রবন্ধে, দাম্পত্যকলহ নাশের কয়েকটি বিশেষ উপায় নিয়ে আলোচনা করতে চলেছি। এই উপায়গুলি মূলতঃ বাস্তুশাস্ত্রের উপাদানে সমৃদ্ধ। অর্থাৎ কিছু কিছু বস্তু নিয়ম মেনে চললে, স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব ও ঝগড়াঝাটি, অশান্তি ও ভুলবোঝাবুঝি কমতে পারে বা চিরতরে বন্ধও হতে পারে।বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা আছে, যে উপায়গুলিতে রং, আয়তন, সাজানো, আলো, সঠিক স্থিতি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!