মাধ্যমিক বা উচ্চ্ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে অদ্বিতীয় ও অসাধারণ একটি মন্ত্র/ Unique and Extra ordinary Mantra for Secondary or Higher Secondary Exmination
যে সব ছাত্র বা ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ্ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, বা যাদের
স্মরণশক্তি অত্যন্ত দূর্বল বা যাঁরা তাঁদের সন্তানদের বিদ্যায় সফলতা প্রত্যাশা করেন, তাঁরা এই মূল্যবান মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন, আশা করি সুফল পাবেন।
এই ব্লগে আমি প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিবন্ধ্ লিখছি তা সে জ্যোতিষ বা তন্ত্র বা আরো অনেক ভবিষ্যৎ দর্শন সম্বন্ধীয়। আমার তথ্যের উপর ভিত্তি করে যারা কোনো মন্ত্র জপ্ বা যন্ত্রম তৈরী করবেন , তাদের অবশ্যই মনে রাখতে হবে , যে কোনো মন্ত্র বা তন্ত্রের ফলাফলের জন্য আমি বা আমার এই সাধু প্রয়াসটি অর্থাৎ আমার এই ব্লগটির কোনো ভাবেই দায়দায়িত্ত্ব থাকবেনা।
কারণ যিনি এই মন্ত্র বা তন্ত্রগুলির অভ্যাস করবেন তার দ্বারা কৃত কর্মের ত্রুটিবিচ্যুতির ফলে কোনো অসুবিধা বা অসাফল্য হতেই পারে। তার দায়ভার আমার বা আমার এই ব্লগটির থাকবে না এবং সমুদ্রের মতো বিশাল ব্যাপ্তি নিয়ে যে তন্ত্র শাস্ত্র স্বয়ং দেবাদিদেব শিবের মুখনিঃসৃত ও গুরু পরম্পরায় প্রবাহিত হয়ে চলেছে , তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো পুস্তক বা তথ্য সম্বলিত আলোচনায় কোনো মন্ত্রের সাথে এই ব্লগের কোনো প্রবন্ধের মিল পেলেও তা বিনামূল্যে প্রকাশিত ও বিতরিত তথ্য ও শিক্ষামূলক দানের মাপকাঠিতেই বিচার্য।আরো মনে রাখতে হবে, এই ব্লগটি মূলত এটি একটি তথ্য ও শিক্ষা মূলক এবং সর্বোপরি সেবা মূলক ব্লগ হিসাবেই সারা বিশ্বে প্রতিষ্ঠিত রয়েছে।
এবার আসি মন্ত্র জপ প্রসঙ্গে, অতীব ফলপ্রদ এই মন্ত্রটি সন্তানকে দিয়েই জপ করবেন। একই নিয়মে জপ করতে হবে। প্রতিদিন ১০৮ বার মন্ত্রটি সরস্বতী মায়ের ছবির সামনে পূর্ব দিকে মুখ করে বসে জপ করলে অবশ্য মায়ের কৃপা প্রাপ্ত হবে , সন্দেহ নেই। পরীক্ষা দিতে যাবার ঠিক আগে মন্ত্রটি ১০৮ বার জপ করে নিতে হবে। স্বল্প মেধাবী ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে এই মন্ত্রটি জাদুর মতো কাজ করে থাকে। নিচে মন্ত্র প্রতিদিন একই সংখ্যায় জপ করতে হবে।
মন্ত্র : ” মোরি সুধারহি সো সব ভাঁতী,
জাসু কৃপা নহি কৃপা অধাতী ।।”
এই প্রবন্ধগুলিও আপনার ভালো লাগবে
মনের মতো স্বামী লাভের মন্ত্র / मनपसंद पति लाभ की मंत्र
तीन बहुत आसान और शक्तिशाली तंत्र टिप्स
ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস
অম্বল, গ্যাস ও বদহজমের জন্য একটি শক্তিশালী টোটকা
পড়াশোনায় অমনোযোগ, স্মরণশক্তিবৃদ্ধি ও বিদ্যায় সফলতা পেতে অদ্বিতীয় সরস্বতী যন্ত্রম ও সরস্বতী মন্ত্র
বিদ্যা এবং ব্যবসায়ে উন্নতির জন্য অনবদ্য ও শক্তিশালী যন্ত্রম
জ্ঞান, বুদ্ধি,উন্নতি লাভ ও রোগ কষ্ট দূর করার অনবদ্য যন্ত্রম
বিবাহের বাধা দূর করতে একটি অতি ক্ষমতাসম্পন্ন যন্ত্রম
আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১
আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২
টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল লক্ষ্মী মন্ত্র
টাকার অভাব ও গরিবী দূর করার জন্য একটি প্রভূত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র -৩
এই প্রবন্ধে , আমি এমন একটি মন্ত্র সম্পর্কে লিখছি, যে মন্ত্রটি ছাত্র ও ছাত্রীদের পরীক্ষায় সফলতা পেতে অদ্বিতীয় ও অসাধারণ একটি মন্ত্র। বহু প্রাচীন এই মন্ত্রটি বস্তুত আমার ব্লগের পাঠক ও পাঠিকাদের সন্তানদের বেশ কাজে আসবে বলেই আমার ধারণা। মাসের যে কোনো পক্ষের পঞ্চমী তিথি থেকেই এই মন্ত্রটি জপ শুরু করা যেতে পারে।যে সব ছাত্র বা ছাত্রীরা…